ব্রেকিং নিউজ

দুঃসাহসিক চুরি ব্যারাকপুরে

সৈকত গাঙ্গুলী: ব্যারাকপুর লালকুঠি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল গতকাল রাতে l একটি আবাসনের নীচে থাকা  তিনটি দোকানে চুরি হয়েছে । আবাসনের নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘরে আটকে রেখে ঘটেছে এই চুরির ঘটনা l তবে ছয় জনের ওই চোরের দল তেমন কিছু নিতে না পারলেও একটি দোকান থেকে হাজার দশেক মতো টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল l ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ l

No comments