পুষ্প প্রদর্শনী পলতায়
দেবপ্রিয় সরকার: প্রকৃতিক সৌন্দর্য বোধ থেকে প্রকৃতি প্রেম, আর এই প্রকৃতি প্রেম হতেই পুষ্প চর্চা ও গাছ প্রতিপালন। তাই প্রাকৃতিক সৌন্দর্য প্রীতি ও সচেতন সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগের তাগিদে উত্তর ২৪ পরগনার পলতা শ্রীপল্লী ''পুষ্পায়ন" নামের একটি সংস্থা পুষ্পচর্চা ও গাছ প্রতিপালন করে থাকে।এছাড়াও সাংস্কৃতিক দিকটা এতদঞ্চলের পুষ্প প্রেমী ও সংস্কৃতিবান মানুষের সামনে তুলে ধরার এক বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে তারা। যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম পুষ্প চর্চায় ও গাছ প্রতিপালনে আরো বেশি মনোযোগী ও আগ্রহী হয় এবং সমাজ তথা পরিবেশ সচেতনতা কে আরো বেশি বাড়িয়ে তোলা যায়।এছাড়াও যারা বাড়িতে বসে নানা রকম ফুল ও ফল চাষ করেন তাদের সাথে এই সংস্থাটি যোগাযোগ করে তাদের ফুল ও ফল গাছ প্রদর্শনযোগ্য হলে সেই গাছগুলিকে প্রদর্শনীতে স্থান করে দেন।এভাবেই বিগত 16 বছর ধরে নানা রকম প্রতিবন্ধকতা কাটিয়ে এ বছরও তারা ১৮ তম বর্ষ পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছে পলতা শান্তিনগর পল্লীমঙ্গল সমিতি সংলগ্ন মাঠে। সৌন্দর্যপিপাসু ও প্রকৃতি প্রেমিকদের সৌন্দর্য উপভোগের লক্ষ্যে পলতা শ্রীপল্লী পুষ্পায়ন এর পক্ষ থেকে সোমবার ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এই পুষ্প প্রদর্শনীতে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া বনসাই, ক্যাকটাস ও নানা ধরনের ফল, পাতাবাহার, সবজি ও বিভিন্ন ধরনের মনমুগ্ধকর মরসুমী ফুলের সম্ভার তুলে ধরেছে প্রদর্শনীর মাধ্যমে।সোমবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভা পৌর প্রধান মলয় ঘোষ মহাশয়। এই প্রদর্শনীর প্রথম দিনেই মনমুগ্ধকর পরিবেশে দর্শকদের ভিড় উপচে পড়েছে। চলছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও।
No comments