ব্রেকিং নিউজ

ইয়ুথ সার্ভিস এন্ড স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট : ছাপ ফেলছে বীজপুরে

সাতদিনের সমাচার : বীজপুর পুলিশ এবং এসিপি ওয়ান এর উদ্যোগে আয়োজিত ইয়ুথ সার্ভিস এন্ড স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট এর  প্রথম রাউন্ডের খেলায় বীজপুর পুলিশ একাদশ বনাম বীজপুর কাউন্সিলর একাদশের টান টান উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হল কাঁচারাপাড়া ব্রতচারী পার্কের মাঠে l বীজপুর তৃণমূল যুব কনভেনর সুজিত দাস, মিন্টু সামন্ত, অশোক মন্ডল, খোকন বণিক প্রমুখদের নিয়ে l ১০ ওভারে ১৬৩ রান করে জিতে যায় বীজপুর পুলিশ প্রশাসন l পরবর্তী পর্যায়ে বীজপুর পুলিশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় l সাংবাদিক একাদশের হয়ে ময়দানে নামেন প্রবীণ সংবাদ কর্মী দেবাশিস রায়, সোনালী ব্যানার্জী, আলোক ঘোষ, শোভনলাল রাহা প্রমুখ l অন্যদিকে, বীজপুর পুলিশ একাদশের পক্ষে উল্লেখযোগ্যরা ছিলেন এসিপি ওয়ান স্বপন দত্ত, বীজপুর থানার আই সি কৃষ্ণেন্দু ঘোষ l সাংবাদিক একাদশ ১০ ওভারে ৯০ রান করে, জবাবে পুলিশ একাদশ জেতার জন্য ৬ ওভারের মাথায়  ৯১ রান তুলে নেয় l ব্যাটিংয়ে দুই দলের দুই 'ঘোষবাবু' দর্শকদের নজর কেড়েছেন l প্রীতি ম্যাচ হলেও উত্তেজনা কোনও অংশে কম ছিল না এদিন l ময়দানে অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন পুরপ্রধান  সুদামা রায়ও l

No comments