ব্রেকিং নিউজ

গোলাপি ডিম নিয়ে হুলুস্থূল কাটোয়া

রাহুল রায়, পূর্ব বর্ধমান: ডিমের সাদা অংশ সাদার বদলে গোলাপি হওয়া নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে।   ডিমটি কোন প্রাণীর তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ,  তবে তা নির্ণয়ের একমাত্র মাধ্যম হল ল্যাবরেটরি। জানা গেছে, কাটোয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার রায় গত বৃহস্পতিবার বাজার থেকে ১০টি ডিম কিনে আনেন বাড়িতে। রান্নার  সময় একটি সেদ্ধ ডিম ছাড়িয়ে দেখা যায় সেটি আদতে গোলাপি রঙের। অশোকবাবু ছেলে কৌশিক রায় শুক্রবার ডিমটিকে কাটোয়ার পশু চিকিৎসালয়ে নিয়ে যায়। চিকিৎসকরা ডিমটিকে ল্যাবরেটরিতে পরীক্ষা জন্য পাঠাবেন বলে জানান। খবর লেখা পর্যন্ত রিপোর্ট আসেনি, তবে ডিমটি এই মুহূর্তে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে গোটা শহরে ।

No comments