সাড়ম্বরে শুরু মাটি উৎসব
রাহুল রায়, পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনা রোড কৃষি খামারে মাটি তীর্থে অনুষ্ঠিত হচ্ছে মাটি উৎসব। তারকেশ্বর থেকে সেই মাটি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী, সাংসদ সুনীল কুমার মন্ডল, সাংসদ মমতাজ সংঘমিত্রা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলাপরিষদের মেন্টর ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক সহ জেলার বিভিন্ন অধিকারিক গণ। এই মাটি উৎসবে পূর্ব বর্ধমান জেলার কৃষকদের উপস্থিতিও ছিল নজরকাড়া। উৎসব মঞ্চ থেকে কৃষকদেরকে হাতে ''কৃষক বন্ধু'' প্রকল্পের চেক ও কৃষি সরঞ্জাম পত্র তুলে দেওয়া হয়। মাটি উৎসবে প্রতিদিন থাকছে লোকসংস্কৃতি অনুষ্ঠান। উৎসব চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
No comments