ব্রেকিং নিউজ

দেশপ্রেমের অপর নাম 'সেলফি'

আমরা এই মুহূর্তে প্রত্যেকেই  দেশপ্রেমিক , এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই l যে কারণে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলা কাণ্ডে কখনো মোমবাতি ,কখনো জাতীয় পতাকা এবার দেশের শহীদদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আজ আমরা রাজপথে নেমেছি শহীদ জোয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে । নিজেদের কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে আমরা আজ সমাজ তথা দেশের সামনে প্রতিবাদী মুখ ।তবে এই প্রতিবাদ ,শহীদদের প্রতি শ্রদ্ধা ,তাদের পরিবারের পাশে আছি বলা সবটাই যে সময়ের অপেক্ষা তা একপ্রকার বলাই বাহুল্য, কেননা সমাজের বুকে এমন কিছু মানুষ রয়েছেন যারা সবটাই করেন লোক দেখানো, তা সে মোমবাতি মিছিল হোক বা শহীদ জোয়ানদের প্রতি শ্রদ্ধা । নইলে জোয়ানদের স্মৃতি সৌধকে পিছনে রেখে একের পর এক চলে 'সেলফি'তোলার হিড়িক ! পড়তে অবাক লাগলেও মিছিল শুরুর আগে এমনটা ঘটিয়ে ফেললেন সারা রাজ্য রেশন ডিলারদের অত্যুৎসাহীদের  কয়েকজন যার ছবি ধরা পড়ে গেল সমাচার সাতদিনের ক্যামেরাতেও l বলতে দ্বিধা নেই যে আমারাই প্রথম যারা এই লোক দেখানো ও সেল্ফি তোলার বিরল ও ব্যতিক্রমী  দৃশ্য তুলে ধরলাম । 
  একদিকে শহীদের পরিবার যখন তাদের নিজেদের বীর সন্তান হারানোর যন্ত্রনায় কাতরাচ্ছেন, সঙ্গীদের মৃত্যুর বদলা নিতে যখন কাশ্মীরে আরও কয়েকটি প্রাণ যাচ্ছে ,ঠিক সেই সময় শুধু মাত্র নিজেদেরকে প্রচারে আনতে সমাজের বুকে দেশপ্রেমিক হিসেবে তুলে ধরতে জাতীয় পতাকা হাতে নিয়ে সেল্ফি তুলবে বলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন রেশন  ডিলার বাবুরা। একদিকে  ভারতীয় সেনাবাহিনী যখন এই জাতীয় পতাকার মান রাখতেই নিজেদের জীবন বিসর্জন দিয়ে চলেছেন একের পর এক। তখন কিছু মানুষ সেই পতাকাকে হাতে নিয়ে হাসির ছলে সেল্ফি তুলে চলেছেন খোদ রাজ্য রাজধানীর বুকে দাঁড়িয়ে ।এই ঘটনা শুধু লজ্জার নয়,  নিন্দা এবং ধিক্কারেরও বটে, অবশ্য এই শব্দ ব্যবহারও কম পড়ে যায়, এই ঘটনা আসলে  শহীদ হওয়া বীর সন্তানদের ও তার পরিবারকে অসন্মান করার নামান্তর । মোমবাতি মিছিল করবেন বলে সমস্ত জেলা থেকে আসা ডিলাররা জমায়েত হয়েছিলেন খাদ্য ভবনে । মিছিল খাদ্য ভবন থেকে গিয়ে শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে lখাদ্য ভবনে সমবায় মন্ত্রী,ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও খাদ্য মন্ত্রীর দপ্তর ,এই ঘটনা পরবর্তী সময়ে এই দপ্তর গুলিতে কতটা নজর কাড়বে সেটা অবশ্য সময় বলবে । যদিও খাদ্য ভবনে আজকে তিন দপ্তরের কোনো মন্ত্রী মোমবাতি মিছিলের সময় উপস্থিত ছিলেন না । প্রসঙ্গত, 
আমাদের এই বিশেষ প্রতিবেদনটি তাদের জন্য নয় যারা মোমবাতি মিছিল থেকে শুরু করে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন বরং তাদের জন্য যারা জাতীয় পতাকা হাতে বীর সন্তানদের ছবি পেছনে রেখে সেল্ফিতে ব্যস্ত ।
 দেশপ্রেমের অপর নাম 'সেলফি'

No comments