সুফল বাংলা বিপনী এবার কাটোয়ায়
রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২৬শে ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব বর্ধমানের এস.টি.কে.কে. রোড সংলগ্ন কাটোয়া বাসস্ট্যান্ডে সামনে, পশ্চিমবঙ্গ সরকার কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় ও কাটোয়া পৌরসভার সক্রিয় সহযোগিতা 'সুফল বাংলা' বিপণির শুভ উদ্বোধন হলো। এই বিপণিতে অংশ নিয়েছে 'কলকাতা মাদার ডেয়ারী' ও 'পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ নিগম লিমিটেড।' বিপণিটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল, কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া , পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, দাঁইহাট পৌরসভার পৌরপিতা শিশির কুমার মণ্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুব্রত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মধ্যক্ষ মাম্পি রুদ্র, জেলা পরিষদ সদস্য তুষার সামন্ত, আজিজুল মণ্ডল সহ বিশিষ্ট ব্যাক্তিগণ। সুফল বাংলা প্রকল্প উদ্বোধন হওয়ার কারণে কাটোয়ার মানুষজন যথেষ্ট খুশি। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদও জানিয়েছন তারা ।
No comments