ব্রেকিং নিউজ

শিবের মাথায় দুধ ঢালা দুধ বাঁচিয়ে গরিব শিশুদের মুখে তুলে দিলো রোদ্ধা

সোমবার শিব চতুর্দশী শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পালিত হচ্ছে মহা শিবরাত্রি।এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে শিবের ব্রত পালন করে এবং  শিবেরলিঙ্গের মাথায় দুধ ঢেলে উৎপাযিত হচ্ছে এই উৎসব।এই পৌরাণিক উৎসবকে আলাদা মাত্রা দিতে   অপুষ্টিতে ভুগতে থাকা গরীব  পথশিশুদের দুধ খাইয়ে সমাজসেবার এক অভিনব ছাপ রাখল খড়দহের স্বেচ্ছাসেবামূলক সংস্থা 'রোদ্ধা'। শিবরাত্রি উপলক্ষে  তারা এলাকার পিছিয়ে পড়া অঞ্চল,ইটভাটা,ষ্টেশনে থাকা প্রায় ১০০ হতদরিদ্র শিশুকে  দুধ খাওয়ানোর কর্মসূচি সফলভাবে পালন করেন তারা। এই অভিনব উদ্যোগ নিয়ে তাদের দাবী, অন্তত কিছু মানুষদের কাছে এই বার্তা যাক যে শিব দেবতার মাথা ঢালা দুধের পরিমাণ থেকে খানিকটা দুধ বাঁচিয়ে বা অতিরিক্ত একটু দুধ শিশুদের খাওয়ালে ঈশ্বর রাগ করবেন না । বরং এতে বোধহয় কিছুটা বেশি মাত্রায় পুণ্যার্জন হবে l সংস্থার সদস্য গৌরব সাহা আরও জানান "আগামী দিনে গোটা দেশের মানুষ সচেতন হয়ে এমন ভাবেই এগিয়ে আসলেই কিছু শিশুকে  অপুষ্টি মুক্ত করে তুলতে পারবো"।এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সচেতন নাগরিক শ্রেণী।

No comments