মহিলা সেজে মহিলা প্রসাধনে উঁকি : দমদমে ধরা পড়ল রাজু
সাতদিনের সমাচার: মহিলাদের শৌচালয়ে দায়িত্বে যখন পুরুষ ,স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে মহিলাদের নিরাপত্তা নিয়েও। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসল দমদম রেল পুলিশের হাতে।স্টেশন চত্বর পরিচিত মুখ 'কালীদি' নামে সেই অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই শৌচালয়ের পরিস্কার পরিচ্ছন্নর কাজ সামলাতেন ।কাজের ফাঁকে সুযোগ বুঝেই শৌচালয় ব্যবহার করতে আসা মহিলা যাত্রীদের গোপনীয়তা দেখে যৌন সুখ উপভোগ করতেন ওই অভিযুক্ত । ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে শৌচালয় ব্যবহারে আসা এক কলেজ ছাত্রী ও তার মায়ের নজরে আসে এক মহিলা বাইরে থেকে বারংবার উঁকি দিচ্ছেন ।সন্দেহ হওয়াতে মা ও মেয়ে বাইরে বেরিয়ে মহিলাকে তার আসল উদ্দেশ্য নিয়ে চেপে ধরেন । উত্তরে অভিযুক্ত জানান তারা বাথরুমে দেরি করছিলেন বলেই এই নজর, উত্তরে অসঙ্গতি ও শারিরীক গঠনে সন্দেহ হওয়ায় তারা বিষয়টি দমদম জিআরপি তে জানান। খবর পেয়ে রেল পুলিশের এক মহিলা কনস্টেবল অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় আচমকাই অভিযুক্তের শাড়ি খুলে যায় । তারপর পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে ব্লাউজের ভিতর থেকে বেরিয়ে আসে কাপরের টুকরো ঠাসা ! হাতেনাতে ধরা পরে দীর্ঘদিন ধরে মহিলাদের বাথরুমে কালীদি নামধারী মহিলা সেজে থাকা সেই যুবককে ।এরপর পুলিশি জেরায় শেষমেষ নিজের অপরাধ স্বীকার করে নেয় বর্ধমানের কালনা শ্যামগঞ্জের বাসিন্দা ধৃত রাজু দেবনাথ । জেরায় সে জানায় দীর্ঘদিন ধরে বেকার থাকার কারণে এক ব্যক্তির পরামর্শে মহিলাদের বাথরুমে কাজ নেয় সে ।রীতিমত শাড়ী ও কপালে টিপ পরে মহিলা সেজে বহাল তবিয়তে কাজের ফাঁকে মহিলাদের গোপনীয়তা দেখার মতো যৌনসুখ উপভোগ করত এই যুবক ।
. ধৃতের বিরুদ্ধে লিঙ্গ গোপনীয়তা ও শ্লীলতাহানির মামলা দায়ের করেছে দমদম রেল পুলিশ ।কার নির্দেশে মহিলা বাথরুমে সাফাই কর্মী নিয়োগ ,তাও খতিয়ে দেখছে পুলিশ ।
No comments