পুলিশের মানবিক মুখ দেখল বীজপুর
শৌভিক সরকার : কথায় বলে "রাখে হরি তো মারে কে ?" হরি রাখতে পাঠান আর নাই পাঠান তিনি কিন্তু রাখলেন অর্থাৎ বাঁচালেন একটি মূল্যবান প্রাণ l সাক্ষী থাকল গোটা বীজপুর থানা এবং এলাকার মানুষ ।গত ৪ ফেব্রুয়ারী বীজপুর থানার এক ভারপ্রাপ্ত অফিসার মানবেন্দ্র গুহ অনডিউটিতে লক্ষ্য করেন এক বৃদ্ধা কাঁচরাপাড়ার শতাব্দীপ্রাচীন পুলের উপর দিয়ে রেল লাইন ধরে হাঁটছেন, কোনও সুস্থ মানুষের পক্ষে এমনটা করা সম্ভব নয়, একমাত্র আত্মঘাতী হবার উদ্দেশ্য ছাড়া l এটা ভেবেই তড়িঘড়ি তিনি ছুটে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে বাড়ী পৌঁছে দেন। বৃদ্ধা কল্যাণীর ১৭ নম্বর ওয়ার্ডের ভুপেন্দ্রনগর কলোনির বাসিন্দা। নাম লক্ষীনারায়ণ দাসী l সব শোনার পর তাঁকে দেখে পরিবারের মুখে হাসি ফুটেছে। স্থানীয়রা সকলেই ওই অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন। মানবেন্দ্রবাবুর কাজে গর্বিত গোটা পুলিশমহল l কে বলে মানবিকতা নেই !
No comments