বিদ্যুৎবাহি খুঁটিতে গাড়ির ধাক্কা : অচলাবস্থা হালিশহর কল্যাণগড়ে
সব্যসাচী সরকার : কল্যাণগড় এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয় l দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ও যানবাহন চলাচল l পরে ডাব্লুবিএসিডিএসএল -এর কর্মীরা লাগাতার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে l জানা গেছে, গতকাল সন্ধ্যায় একটি মালবাহী গাড়ি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারলে সেটি ভেঙে পড়ে, বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় ঝুলতে থাকে, দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ চলাচল, তার জড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়া খুঁটি আজ সকালে সরানো হয়, এলাকার এই ব্যস্ততম রাস্তা এভাবে বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ কার্যত বিপাকে পড়েন l
No comments