ব্রেকিং নিউজ

রঙের উৎসবে মেতেছে হালিশহরের আকাশ বাতাস

সাতদিনের সমাচার : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদহ জেলার হালিশহর নব স্কাউট শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব'১৯ , নৃত্য-গীত সমন্বয়ে প্রভাত ফেরির মাধ্যমে শাখা প্রাঙ্গন থেকে উৎসবের সূচনা হয়, পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে নিজেদের সেরা প্রদর্শন তুলে ধরে কাব, বুলবুল, স্কাউট, গাইড, রোভার, রেঞ্জর এবং তাদের লিডাররা l পথচলতি বহু সাধারণ মানুষ এবং অভিভাবকরা হালিশহর নব শাখার স্কাউট সদস্যদের এই বসন্ত উৎসবে যোগ দিয়েছেন l
অপরদিকে হালিশহর ছন্দে ছন্দে'র আয়োজনেও বসন্ত উৎসব আয়োজিত হল সাড়ম্বরে সংস্থার ছাত্র-ছাত্রীদের নিয়ে l সংস্থা প্রধান সুমিতা ভট্টাচার্য'র নেতৃত্বে প্রতিবারের মতো এবারেও প্রভাতফেরির মাধ্যমে উৎসবের সূচনা হয় l গোটা উৎসব ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো l 
অন্যদিকে হালিশহর রামধনু'র উদ্যোগেও বসন্ত উৎসব আয়োজিত হচ্ছে স্থানীয় সংঘ ময়দানে, রামধনু'র সদস্য,  এলাকার মানুষজন ছাড়াও যে সমস্ত অনাহারক্লিষ্ট মানুষজন রামধনু হেঁসেলের মাধ্যমে পেটভরে খেতে পান, তারাও সমানভাবে উৎসবে অংশ নিয়েছেন এই বসন্ত উৎসবে l হাজির ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী পৌষালি ব্যানার্জী এছাড়াও স্থানীয় সংস্কৃতি জগতের মানুষজন সমানভাবে উৎসব অনুষ্ঠানে ভাগ নিয়েছিলেন l প্রসঙ্গত, ইদানিংকালে রামধনু'র বসন্ত উৎসবকে  হালিশহরের সবচেয়ে বড় বসন্ত উৎসব বলে মনে করা হয় l হালিশহরের সাধারণ মানুষকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার প্রাণপুরুষ সুদীপ্ত দাস l
আবার পিছিয়ে নেই হালিশহর পঞ্চম সারস্বত চর্চা কেন্দ্রও, সংস্থা প্রধান প্রবীর মজুমদারের পরিচালনায় হালিশহর বলদেঘাটা সিদ্ধেশ্বরী কালীবাড়ির নাটমন্দিরে গানে গানে এক বড়মাপের বসন্ত উৎসবের আয়োজন হয়, প্রথম বছরের এই উৎসবে ভালো সাড়া পাওয়া গেছে বলে সংস্থা তরফে জানা গেছে  l

No comments