বড়মা মৃত্যুতে শোকের ছায়া মতুয়া সংঘে
প্রয়াত হলেন মতুয়া সংঘের বীণাপাণি ,সকলের প্রিয় বড়মা ।আজ রাত ৮,৫২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস এস কে এম হাসপাতালে ।গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ,প্রথমে কল্যানী পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় ।গতকাল রাত থেকে ভেন্টিলেশনে ছিলেন বড়মা ,শেষ রক্ষা হলোনা । বড়মা মৃত্যুতে শোকের ছায়া মতুয়াদের মধ্যে ।
No comments