বীজপুর থানার অাধিকারিকে সরাল নির্বাচন কমিশন
সাতদিনের সমাচার : তৃতীয় দফা ভোটের মুখে রাজ্য পুলিশ আধিকারিকদের নাড়াচাড়া দিল নির্বাচন কমিশন l এর আগে সরেছেন দুই জেলার আধিকারিক, এবার সরলেন বীজপুর আই সি কৃষ্ণেন্দু ঘোষ l কৃষ্ণেন্দুবাবুর অপসারণের নেপথ্যে অবশ্য বড় কারণ রয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে ফিরতি পথে বীজপুর পুলিশের হাতে প্রবল হয়রানি হতে হয়েছে যুবনেতা সুদীপ্ত দাস, হালিশহর পুরসভার উপপ্রধান রাজা দত্ত সহ প্রায় হাজার খানেক অনুগামী এবং বিজেপি কর্মীদের l অভিযোগ, মিথ্যে মামলার অজুহাতে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে চেষ্টা করেছিলেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ l এর জেরে বিজেপি নেতা অর্জুন সিংহের নেতৃত্বে বিক্ষোভ এবং থানার বাইরে প্রবল আন্দোলন চলে অবশেষে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন অর্জুনবাবু l পুলিশ বাধ্য হয়ে বিজেপি কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয় l অবশেষে কৃষ্ণেন্দুবাবুর এই অপসারণ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক মহল l খুশির হাওয়া বিজেপি কর্মীদের মধ্যেও l
No comments