ব্রেকিং নিউজ

অসময়ে ঘটক রোডে হাজির হলেন কৈলাশ !

সাতদিনের সমাচার : ২২ এপ্রিল সোমবার সন্ধ্যায় বিজেপি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীয়'র হাজির হবার কথা ছিল হালিশহরের বুকে । ভারত মাতা পুজো প্রাঙ্গণে সভা করে সেখান থেকে এক বিশাল পদযাত্রার পরিকল্পনাও ছিল তাঁর। জানা গেছে, হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে তিনি  সময়মতো হাজির হতে না পারায় পরিকল্পনা বাতিল করা হয়। অবশ্য কাঁচরাপাড়ার ঘটক রোডে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে এদিন ১১টা নাগাদ তাঁর দর্শন পাওয়া যায়। বলা বাহুল্য, সঙ্গে ছিলেন অবশ্যই মুকুল রায় এবং অর্জুন সিং। এছাড়াও হাজির ছিলেন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া তরুণ তুর্কি নেতা সুদীপ্ত দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতা । রাত সাড়ে ১১ টা নাগাদ তারা ঘটক রোড ছাড়েন, সেই সময়টুকু তাদের মধ্যে কী আলোচনা হয়েছে  তা জানতে না পারলেও একটা বিষয় কিন্তু পরিষ্কার  যেহেতু, ২৯ এপ্রিল ভাটপাড়ায় জনসভা করতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী,তার আগে নিজেদের মধ্যে বোঝাপড়া সেরে নিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে, সুতরাং ঘটক রোডের এই বৈঠক যথেষ্ট ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণও বটে ।

No comments