তৃণমূল পার্টি অফিসে বিজেপির পতাকা ঝোলানোর অভিযোগ : চাঞ্চল্য হালিশহরে
সাতদিনের সমাচার : তৃণমূলের জামানাতেই খোদ তৃণমূলেরই পার্টি অফিস দখল করে সেখানে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ নিয়ে উত্তাল হয়ে উঠল হালিশহর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড l স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ডে অবস্থিত উৎপল স্মৃতি ভবন তৃণমূল পার্টি অফিস হিসেবেই এলাকায় পরিচিত l কিন্তু গতকাল রাতের অন্ধকারে কে বা করা সেখানে বিজেপির পতাকা ঝুলিয়ে দেয় l ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়, এ নিয়ে বীজপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে l ওয়ার্ড কাউন্সিলর জীবনকৃষ্ণ আচার্য এবং তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, 'যারা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি হয়েছেন,এমন ঘৃণ্য ঘটনা একমাত্র তারাই ঘটাতে পারেন' l অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে বলা হয়েছে, 'এলাকায় উত্তেজনা বাড়াতে তৃণমূলীরাই এ সব করে এখন নাটক করছে , শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন এখন সবই বোঝেন l' এলাকার মানুষজন দ্বিধাবিভক্ত !
No comments