ব্রেকিং নিউজ

বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ

সাতদিনের সমাচার :- বিজেপি কর্মীর বাড়িতে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ৷ রবিবার রাতে ঘটনটি ঘটেছে হাজিনগর ন্যাশনাল রোড এলাকায়৷ জানা গেছে, বিজেপি কর্মী পাপ্পু কুরেশির বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীদের ৷ বোমার আঘাতে জানলার কাঁচ ভেঙে যায় ৷ তবে কেউ হতাহত হয়নি l খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ ৷
পাপ্পু কুরেশির বাবা আব্দুল কাদীর কুরেশী বলেন, ছেলে বিজেপি কর্মী,বেশ কিছুদিন ধরে পাপ্পু খান,বাবলু খান সহ দুষ্কৃতীরা আমার ছেলেকে হুমকি দিচ্ছিল ৷ আমরা আতঙ্কিত ৷পাপ্পুর স্ত্রী শাম্মা বানুর অভিযোগ, বাড়িতে চড়াও হয়ে হুমকি দিত, সন্ত্রাস চালাত, সেদিন রাতের অন্ধকারে আমাদের বাড়িতে বোমা নিয়ে হামলা করল ৷  অন্যদিকে প্রতিবেশী মহিলা লক্ষী যাদব বলেন,পাপ্পু কুরেশী খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ৷ মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায় ৷ ওর উপর এমন হামলা আমরা মেনে নেবো না l ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়র করা হয়েছে পরিবারের পক্ষে থেকে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ৷

No comments