বিজেপি ক্লাব ভাঙচুর : থানায় অভিযোগ দায়ের
সাতদিনের সমাচার : বিজেপি পরিচালিত ক্লাবে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া ভূতবাগান শরৎপল্লী এলাকায় ৷ জানা গেছে ,এদিন গভীর রাতে একদল দুষ্কৃতী ক্লাবে ভাঙচুর চালায়৷ ভারী কিছু বস্তু দিয়ে ক্লাবের জানলার কাঁচ ভাঙচুর করে৷ ঘটনা প্রসঙ্গে ক্লাব সভাপতি স্বপন দত্ত বলেন, গভীর রাতে আমাদের ক্লাবে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এলাকাবাসীদের অভিযোগ, সুবোধ অধিকারী বিজেপিতে সুবিধা করতে না পেরে ফের তৃণমূলে ভিড়েছে, ওর লোকেরাই সন্ত্রাস চালাচ্ছে এলাকায় ৷ আমারা বিজেপি কর্মী তাই আমাদের ওপর পরিকল্পিত হামলা ৷ আমরা জেনেছি প্রায় ৭০ জন দাগির লিস্ট তৈরী হয়েছে, যাদের জেল থেকে ছাড়া হয়েছে, এরা মূলত সুবোধ অধিকারীর নেতৃত্বে এলাকায় সন্ত্রাস কায়েম করবে তৃণমূলের হয়ে l এদিন এলাকার পুরুষ-মহিলার একত্রিত হয়ে বীজপুর থানায় অভিযোগ দায়র করেন ৷
No comments