জেলা ফুটবল শুরু সাড়ম্বরে
সাতদিনের সমাচার : উত্তর ২৪পরগনা জেলার ফুটবল লিগ শুরু হল সাড়ম্বরে ৷ এই মরসুমের প্রথম খেলাটি সোমবার অনুষ্ঠিত হল কাঁচরাপাড়া জোনপুর স্টেডিয়ামে ৷ এদিনের প্রথম খেলায় কাঁচরাপাড়া এক্সঅ্যালুমনি ক্লাব বনাম হালিশহর স্পোর্টিং ক্লাব পরস্পরে বিরুদ্ধে খেলতে নামে ৷ প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক গোলে এগিয়ে যায় হালিশহর স্পোর্টিং ক্লাব৷ খেলার দ্বিতীয়ার্ধে এক্সঅ্যালুমনি ক্লাবের দুর্গা মান্ডি দলের গোল পরিশোধ করে ৷ কিন্তু খেলা শেষে হওয়ার কিছু আগে একটি পেনাল্টি পেয়ে ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় স্পোর্টিং ক্লাব ৷ প্রথম খেলায় জয়ী হয়ে পয়েন্ট তালিকাতে এগিয়ে আছে তারা ৷
আজ জেলার সুপার ডিভিশন ফুটবল লীগের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ান বনাম বেলঘরিয়া মৈত্রী সংঘ৷ ম্যাচটি অনুষ্ঠিত হয় কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন(স্পল্ডিং)ময়দানে৷খেলার প্রথমার্ধ এ স্পোর্টিং ইউনিয়ানের খেলোয়াড় বাবলু প্রসাদের দুরন্ত শট দলকে ১গোলে এগিয়ে দেয় ৷ হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে ফার্স্ট হাফ শেষে হওয়ার আগেই গোল শোধ করে অতিথি দল ৷ প্রথমার্ধের বিরতির পর খেলা ১-১ গোলের ব্যবধান চলতে থাকে ৷ খেলা শেষের মুখে ফের বাবলু প্রসাদ নির্নায়ক একটি গোল করে দলকে জয় এনে দেন ৷২-১ গোলের ফলাফলে প্রথম ম্যাচে জয়ী হয় গৃহদল, সঙ্গে সঙ্গে তারা পয়েন্ট তালিকাতেও এগিয়ে যায়৷
No comments