ব্রেকিং নিউজ

কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

সাতদিনের সমাচার :  'অর্থের অভাবে মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করতে পারবে না, তা হতে পারে না'-- এই ভাবনাকে অঙ্গীকার করে শুক্রবার থেকে পথা চলা শুরু করল স্বেচ্ছাসেবী সংস্থা 'আলোর পথে'৷ এই উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ সহ হালিশহরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা এছাড়াও এলাকার বেশ কিছু  গৃহশিক্ষকদের মঞ্চে হাজির থাকতে দেখা গেছে এদিন ৷এলাকার মাধ্যমিকের ১১ জন ও উচ্চ মাধ্যমিকের ১২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সংস্থার  পক্ষ থেকে ৷ সম্মান জানানো হয় কয়েকজন গৃহশিক্ষকদেরও৷ সংস্থার এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছে  গোটা শিক্ষামহল ৷ জানা গেছে, তাদের এই প্রয়াসে সামিল হতে অনেক গৃহ শিক্ষিকও এগিয়ে এসেছেন ৷সংস্থার সভাপতি প্রশান্ত দাস জানান,'আমরা শিক্ষাকেই সব সময় গুরুত্ব দেব, কারণ শিক্ষা না থাকলে সমাজ ভেঙে পড়বে৷' সংস্থার সহ সম্পাদক সুখেন মন্ডল বলেন,' আমাদের মূল উদ্দেশ্য  হচ্ছে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে  দাঁড়ানো, এছাড়াও সংস্থার  বিভিন্ন রকমের সমাজসেবামূলক কর্মকাণ্ড আছে, এবছর আমরা ৬জন দুঃস্থ ছাত্রদের পড়াশুনার  সমস্ত খরচ সংস্থার পক্ষ থেকে বহনের দায়িত্ব নেওয়া হয়েছে৷'অলোর পথে'র এই প্রয়াসকে অভিবাদন জানিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন ৷

No comments