ব্রেকিং নিউজ

গড় সামলাতে কাঁচরাপাড়ায় মুকুলের জরুরী বৈঠক

সাতদিনের সমাচার : কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে জরুরী বৈঠক সারলেন মুকুল রায়। যেহেতু হালিশহর পৌরসভা বিজেপির হাত থেকে পুনরায় তৃণমূলের হাতে চলে গেছে, তাই মুকুলবাবু আর ঝুঁকি নিতে চাননি l এদিকে তৃণমূলে যোগ দিয়েই হালিশহর পুরসভার চেয়ারম্যান  অভিযোগ তুলেছেন, বিজেপি নাকি তাকে কাজ করতে দিচ্ছে না। আর এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতা মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ৭ থেকে ১০দিনের মধ্যে হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভা আবার বিজেপির দখলে আসবে, কেননা ভয়-ভীতি দেখিয়ে কাউকে বিজেপিতে আনা হয়নি তারা প্রত্যেকে নিজেরাই দিল্লি গেছিল, তাছাড়া কাঁচরাপাড়া বা হালিশহরে বিজেপি কিন্তু সন্ত্রাস করে জেতেনি, মানুষ তাদের ভোট দিয়েছে l' মুকুল রায় আরও দাবি করেন 'বিধায়ক ও জেলা সভাপতির উপস্থিতিতে কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলররা  মিটিং করেছেন , ফলে কাঁচরাপাড়া বিজেপির হাতেই অক্ষত ও অটুট আছে, আর  হালিশহর পৌরসভার  প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে শীঘ্র অনাস্থা আনার ব্যবস্থা করছি।' তিনি আরও বলেন, ইতিমধ্যেই বীজপুর বিধানসভার উন্নয়ন নিয়ে শুভ্রাংশু দিল্লিতে গিয়ে কথা বলবে। এদিন স্পষ্ট না করলেও,শুভ্রাংশু রায়ের কেন্দ্র মন্ত্রীত্ব পাওয়ার সম্ভবনার আভাস পাওয়া গেল একপ্রকার । প্রসঙ্গত উল্লেখ্য, হালিশহর তৃণমূলের দখলে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল কাঁচরাপাড়ার পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়ের সঙ্গে বেশ কয়েক জন কাউন্সিলর ফের তৃণমূলের যোগ দেবেন। আর সেই সম্ভনাকে সম্পূর্ণ উড়িয়ে দিলেন সুদামা রায় নিজেই। এই মুহূর্তে বিজেপির সঙ্গে ১৮ জন কাউন্সিলর আছে বলে জানান কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়।

No comments