ফের ডিগবাজি খেয়ে তৃণমূলে গেলেন জনপ্রতিনিধিরা
সাতদিনের সমাচার : হালিশহরের পর এবার কাঁচরাপাড়া পৌরসভা ! বিজেপি কাউন্সিলররা ডিগবাজি দিয়ে ফিরে গেলেন পুরোনো দল তৃণমূলেই l নিজের খাসতালুকে সংগঠনকে অক্ষত এবং অটুট রাখতে মুকুল রায়ের তড়িঘড়ি ডাকা বৈঠক ফলপ্রসূ হল না , গেরুয়া ছেড়ে ঘাসফুলেই ফিরলেন কাঁচরাপাড়ার ৫ নির্বাচিত জনপ্রতিনিধি ৷ এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছিলেন ,কাঁচরাপাড়া পৌরসভার বোর্ড গেরুয়া শিবিরের দখলে আছে৷ কিন্তু বৈঠকের ২৪ঘন্টা কাটতে না কাটতেই ফের ভাঙন ধরল গেরুয়া শিবিরে৷ বৃহস্পতিবার সকালে এই পৌরসভার পাঁচজন কাউন্সিলার কলকাতা গিয়ে পদ্ম পতাকা ছেড়ে ঘাসফুলের পতাকা ধরলেন৷ প্রসঙ্গত, কাঁচরাপাড়া পৌরসভার মোট ২৪টি ওয়ার্ড৷ ১৮নম্বর ওয়ার্ডে বিজেপির দখলে থাকলেও বাকি সব ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে ৷কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর বড়সড় ভাঙন ধরে ঘাসফুল শিবিরে, কয়েকজন বাদে সব কাউন্সিলররা দিল্লীতে বিজেপির সদর দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কর্মযোগ সামিল হতে পদ্ম পতাকা ধরেন৷ কিন্তু মাস কাটতে না কাটতেই কাটতেই এই অঞ্চলে তৃণমূলের সদ্য নিযুক্ত পার্টিr দায়িত্বপ্রাপ্ত পাহারাদার তথা স্বঘোষিত 'বিশিষ্ট সমাজসেবী' পর্যবেক্ষক সুবোধ অধিকারীর হাত ধরে কাঁচরাপাড়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অলকানন্দা চৌধুরী,সঞ্জিব সাহা(৭),বানিব্রত মন্ডল(৮),কল্পনা দে(৯),এবং আশা কুমারী(২৩) তৃণমূলে যোগদান করেছেন বলে খবর ৷ এ প্রসঙ্গে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায় অবশ্য বলেন,বিষয়টি আমার জানা নেই৷
No comments