ফের বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান সহ আট কাউন্সিলররা
কিশোর দাস : লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর বীজপুরের একেএকে শুরু হয় দল বদলের পালা ৷দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই কাঁচারপাড়া ও হালিশহর থেকে বীজপুরের বিধায়ক সহ এক ঝাঁক তৃণমূল কাউন্সিলর দিল্লিতে বিজেপি সদর দপ্তরে গিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগদান করেন৷ একমাস যেতে না যেতে ফের তৃণমূলে ফিরলেন তারা৷ প্রসঙ্গত, হালিশহর পৌরসভার মোট ২৩টি ওয়ার্ড৷ একটি ওয়ার্ড ছাড়া বাকি ২২টি ওয়ার্ড ছিল তৃনমূলের দখলে৷ হালিশহর পৌরসভার চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান সহ বেশ কিছু কাউন্সিলর বিজেপিতে যোগদান করে ছিলেন৷ কিন্তু মাস কাটতে না কাটতেই তার আবার দল বদল করে ঘর ফিরলেন । জানা গেছে ,মঙ্গলবার সকালে পুর ও নগরউন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরে হালিশহর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান অংশুমান রায়ের সঙ্গে এদিন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল কল্পনা বিশ্বাস,জিয়াউল হক(২১),পারুল সাঁধুখা(২০),প্রণব লোহো(১০),বন্যা তালুকদার(৮),ঝুমুর গুপ্ত(২), রাজু সাহনি ও প্রবীর সরকার এদিন আবার তৃণমূলে যোগদেয়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দমকলমন্ত্রী সুজিত বসু,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ,উত্তর২৪পরগনা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী প্রমুখ ৷ আসলে বিজেপিতে যোগ দিয়ে পছন্দ মতো পদ না পাওয়াতেই সুবোধ অধিকারীর মতো তারাও তৃণমূলে ফিরে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা l
No comments