ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির বারাকপুর প্রেস ক্লাবের
সাতদিনের সমাচার : বারাকপুর প্রেস ক্লাবের উদ্যোগে ডাঃ বি এন বোস মহকুমা হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার সোদপুর সেন্টজেভির্য়াস স্কুলে অনুষ্ঠিত হল ডেঙ্গু সচেতনা প্রতিরোধ শিবির। এ বছর বর্ষার বৃষ্টি কম হবার কারণে ডেঙ্গু মারণ রূপ ধারণ করতে পারে, এই মারণ রোগকে প্রতিরোধ করতে প্রয়োজন সচেতনতার। তাই মহকুমার সাংবাদিকদের সংগঠন 'বারাকপুর প্রেস ক্লাবে'র এই সচেতনা শিবিরের আয়োজন। বৃহস্পতিবার দুটি বিভাগে এক হাজার ছাত্র-ছাত্রীকে ডেঙ্গু সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর দেন হাসপাতাল সুপার ডাঃ সুদীপ্ত ভট্ট্যাচার্য্য। বারাকপুর প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল সম্পাদক দীপ্তিমান ব্যানার্জী।
No comments