হিন্দী মিউজিক ভিডিও "বারিস" মুক্তির অপেক্ষায়
পল মৈত্র : অভিনয় জগতের পরিচিত মুখ দেবাংশু রায় আরও একবার নতুন আঙ্গিকে l অনবদ্য ও অভাবনীয় গল্প নিয়ে আসতে চলেছে নতুন হিন্দী মিউজিক ভিডিও "বারিস" । এ কে ক্রিয়েশন প্রোডাকশনের প্রযোজনায় "বারিস" নামের ওই মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হল দার্জিলিঙ এর ম্যাল, ঘুম স্টেশন, কার্শিয়াং, ডাউহিল রোড, সোনাদা, দুধীয়া সহ পাহাড়ের অতি মনোরম পরিবেশে। প্রসঙ্গত, এই ভিডিওটির প্রযোজক অশোক কুমার। অভিনয় করেছেন টলিউডের দুই অভিনেতা ও অভিনেত্রী দেবাংশু রায় ও ডালিয়া ঘোষ। সঙ্গীত পরিবেশনে জয় ও এ.ডি। গান গেয়েছে রহীদ, মিউজিক ভিডিওটির গান রেকর্ডিং হয়েছে স্টুডিও "জে তে, ভিডিওটির নির্দেশনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন মালদা'র পরিচিত বহু পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগ্রাহক পবিত্র দাস। সাথে সহকারী চিত্রগ্রাহকরা হলেন স্বস্তিরঞ্জন ঘোষ ও শুভ পাল। চলতি বছরের অাগষ্ট মাসে 'একে ক্রিয়েশন' এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও "বারিস" মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত, টলিউড অভিনেতা দেবাংশু রায় এ বিষয়ে জানান, আমরা চলতি মাসে পাহাড়ের মনোরম পরিবেশে টানা কাজ করেছি দুর্দান্ত স্পটে, আগামী মাসে "একে ক্রীয়েসানের" নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে। চলচিত্রগ্রাহক পবিত্র দাস বলেন, 'মিউজিক ভিডিওটির সফলতা নিয়ে আমি আশাবাদী, একটি অন্য ধরনের গল্প নিয়ে হিন্দী মিউজিক ভিডিও বারিস তৈরি হয়েছে, যা দর্শকদের দেখবার জন্য আন্তরিক অনুরোধ করব।'
No comments