পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানি পোষ্টার
সাতদিনের সমাচার : এবার কাটমানি নিয়ে পোষ্টার পড়ল কাঁচরাপাড়ার পুরসভার প্রধান সুদামা রায়ের বিরুদ্ধে ৷ পোষ্টার কে ঘিরে চাঞ্চল্য চরমে ডাঙাপাড়া এলাকায়৷ এদিন সকালে স্থানীয়রা পোস্টারটি দেখতে পায়৷ ভাঙা হিন্দি ভাষায় পোষ্টারে বড়-বড় করে লেখা ২০১০ সালে ছেঁড়া চপ্পল এবং ময়লা ধুতি৷ ২০১৯ সালে কাঁচরাপাড়া আরপি স্কুল মোড়ে দুটি ফ্ল্যাট৷ এছাড়া কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়তের অন্তর্গত নিউটাউন এলাকায় রঞ্জিত বড়ুয়াকে চাকুরি এবং টাকা খেয়ে জমি নিজের নামে করানোর অভিযোগ উঠেছে সুদামা রায়ের বিরুদ্ধে ৷ পাশাপাশি হালিশহর মনসাতলায় বাড়ি, পৌরসভায় চাকুরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে পুরপ্রধানের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, পুরসভায় চাকরি দিয়ে কাটমানির টাকায় বিহারে সম্পত্তি বাড়ানোর অভিযোগও উঠেছে সুদামা রায়ের বিরুদ্ধে ৷ 'পৌরসভার ঠিকাদার অসীম রায়ের কোলে সুদামা রায় দোলে৷' কাটমানি পোষ্টার প্রসঙ্গে পৌরপ্রধান সুদামা রায় বলেন,আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷ আমাকে,তৃণমূল পার্টি এবং পৌরসভাকে বদনাম করার চেষ্টা হচ্ছে৷ তার অভিযোগ, 'কিছু তৃণমূল এবং বিজেপির লোকজন মিলে এই কাজটি করেছে৷ তাদের কাজই হল মানুষকে বদনাম করা ৷ আসলে পৌর এলাকায় উন্নয়নকে স্তব্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে৷ আমি এ নিয়ে থানায় অভিযোগ জানাবো৷'
No comments