জনতার দরবারে মুখ্যমন্ত্রী ফোনেই হবে সমাধান !
সাতদিনের সমাচার : পরিস্থিতি শোচনীয়, তাই শুদ্ধিকরণে জোর, ভায়া জনসংযোগ l আর তাই দলের নেতাদের দিয়ে সরাসরি নিজের একটি ফোন নম্বর আমজনতার মাঝে বিলোতে বাংলার দরবারে হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ বুধবার সকালে নৈহাটির এক দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ' দিদিকে বলো' নিয়ে এলাকার মানুষের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷ এদিন বৈঠকে বিধায়ক বলেন, ২০মে ২০১১সালে মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতি রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিঘাট অফিসে বাংলার মানুষের সাথে জনসংযোগ করতে এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন৷ কিন্তু আধুনিক যুগে এই প্রক্রিয়াকে আরও সরল করতে তিনি একটি ফোন নম্বর এবং ওয়েবসাইটের উদ্বোধন করেছেন৷ এখন থেকে এই ফোন নম্বর এবং ওয়েবসাইটের মাধ্যমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাবে৷ নিজেদের সমস্যা, অভাব,অভিযোগ জানাতে পারবেন বাংলার মানুষ৷ তার পাশাপাশি তৃণমূলের স্থানীয় স্তরের নেতৃত্বকে একমাসের জন্য দশ হাজার গ্রাম এবং শহর অঞ্চলে সরাসরি মানুষের সাথে যোগাযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য দপ্তর থেকে ৷ তিনি আরও বলেন, বিগতদিনে আমাদের কোনও ভুল,ত্রুটি থেকে থাকে কিংবা আমাদের আচরণে মানুষ অসন্তুষ্ট হয়ে থাকে, সেটা নিয়ে আমারা মানুষের কাছে গিয়ে ক্ষোভ,অভিমান দুর করার চেষ্টা করবো৷
No comments