বোমার আঘাতে আহত কিশোরী
সাতদিনের সমাচার : ফের বোমা বিস্ফারণে কেঁপে উঠল ভাটপাড়া৷ বোমা ফেটে গুরুতর জখম এক কিশোরী৷ আতঙ্ক গোটা এলাকায়৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৫ নম্বর গলি এলাকায়৷ আহত কিশোরীর নাম নাজিমা খাতুন(৯)৷ জানা গেছে ,এদিন বিকেলে নাজিমা বাড়ির কাছেই খেলছিল৷ সেই সময় হটাৎ বোমার শব্দে কেঁপে উঠে এলাকা৷ বোমার আঘাতে গুরুতর আহত হয় ওই কিশোরী৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী ৷ স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম ওই কিশোরীকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ স্থানীয় বাসিন্দা ডাঃ এনামুল হক বলেন,বোমার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখি চারিদিক ধোঁয়া৷ একটি বাচ্চা মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে ৷' বিস্ফোরণের তীব্রতায় একটি পরিত্যক্ত শৌচালয়ের পাঁচিল ভেঙ্গে পড়ে যায় ৷এমনকি ঘটনাস্থলের কাছে রাখা আমার বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
No comments