আরপিএফ এর ফুটবল প্রতিযোগিতা জমজমাট
সাতদিনের সমাচার : জমজমাট ভাবে শুরু হল ইন্টার রেলওয়ে আরপিএফ ফুটবল প্রতিযোগিতা৷শনিবার দুপুরে কাঁচরাপাড়া অফিসার্স কলোনির আরপিএফ জোনাল ট্রেনিং সেন্টার মাঠে ২৮তম বর্ষের ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের এজিএম সঞ্জয় সিং গোহল্টি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের আইজি অম্বিকা নাথ মিশ্র,দক্ষিণ-পূর্ব রেলের আইজি এস.সি পাহাড়ী, কাঁচরাপাড়ার রেল ওয়ার্কশপের চিফ ওয়ার্কস ম্যানেজার প্রমোদ কুমার গুপ্তা সহ অন্যান্য আধিকারিকরা৷ এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন জোনের আরপিএফের ৯টি দল অংশগ্রহণ করেছে৷ প্রতিযোগিতাটি চলবে আগামী ২৭ জুলাই ৷ আইজি ইষ্টার্ন রেলওয়ে অম্বিকা নাথ মিশ্র বলেন, 'প্রতি বছরই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবারও হয়েছে৷ ভালো ভালো খেলা আমরা দেখতে পাবো, যে দল ভালো খেলবে তারাই চ্যম্পিয়ন হবে৷ তবে আশাকরি ইষ্টার্ন রেলওয়ে টিম এবারও প্রতিযোগিতায় জয়ী হবে৷'
No comments