কাটমানি ফেরতের দাবিতে পিতা-পুত্রের নাম পোষ্টার
সাতদিনের সমাচার : কাঁচরাপাড়া জোনপুর,মতিবাজার, কারখানা গেট হয়ে এবার কাটমানির টাকা ফেরত চেয়ে নিজেদের ওয়ার্ডে পোষ্টার পিতা-পুত্রের নামে৷ বৃহস্পতিবার সকালে মুকুল গড়ে এই পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়৷ জানা গেছে, এদিন সকালে কাঁচরাপাড়া পুরসভার ৬নম্বর ওয়ার্ডের নিচুবাসা সহ বিভিন্ন জায়গায় কাটমানি পোষ্টার দেখতে পায় স্থানীয়রা৷ বিজেপি নেতা মুকুল রায়কে উদ্দেশ করে পোষ্টারে লেখা আছে, শ্যালক সৃজন(সাজা) রায়কে দিয়ে কোটি-কোটি টাকা প্রতারণা করেছেন৷ছয় হাজার মানুষকে চাকুরি দেবার নাম করে টাকা তুলেছেন৷অবিলম্বে তা মুকুল রায়কে ফেরত দিতে হবে৷' অভিযোগ উঠেছে, বাবা,ছেলে চিটিংবাজ স্থানীয় বাসিন্দাদের কোটি-কোটি টাকার হিসাব দিতে হবে, বলে পিতা-পুত্র কে ,হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এছাড়া বনগাঁ পুরসভার এক মহিলা বিজেপি কাউন্সিলারের অসুস্থ স্বামী চিকিত্সার জন্য দেওয়া দু'লক্ষ টাকা ফেরত চেয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে পিতা-পুত্র কে৷ এ বিষয় কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস বলেন,মুখ্যমন্ত্রী কাটমানির কথা বলার পর থেকে পোষ্টারের রাজনীতি শুরু হয়েছে, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জর্জরিত তাই এসব শুরু করছে৷ উদ্দেশ্য, চক্রান্ত করে মুকুল রায় এবং শুভ্রাংশু রায় কে ফাঁসানোর চেষ্টা৷ এদিকে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান সুদামা রায় বলেন,শুনেছি পোষ্টার পড়েছে৷ এবিষয় তারাই বলতে পারবেন, যাদের বিরুদ্ধে পোষ্টার পড়েছে৷ পুরপ্রধান বিজেপির অভিযোগকে অস্বীকার করে বলেন,এই সব কাজ তৃণমূল করে না৷অন্যদিকে হালিশহর পুরসভার পুরপ্রধান অংশুমান রায় বলেন,কে বা কারা এই পোষ্টার লাগিয়েছেন,তা আমাদের জানা নেই৷ যাদের বিরুদ্ধে পোষ্টার পড়েছে তারাই বলতে পারবেন৷ বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন,মানুষের কাজ করবার জন্য জন প্রতিনিধিরা যদি কেউ টাকা,কাটমানি নিয়ে থাকেন, তা ফেরত দিতে হবে ৷
No comments