ব্রেকিং নিউজ

তৃণমূলের নতুন কমিটিতে বিজেপি ফেরতদের থাকা নিয়ে আশঙ্কা

সাতদিনের  সমাচার : আর কয়েকদিনের মধ্যেই কাঁচড়াপাড়া ও হালিশহরে সরকারী দলের নতুন কমিটি তৈরী হতে চলেছে বলে দলীয় সূত্রের খবর । বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জেলা তৃণমূলের পক্ষে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সাথে নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক প্রমুখ। দলীয় সূত্রে খবর, এবারও এই দুই এলাকায় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। আপাতত ১ বা ২ কনভেনরের অধীনে ২০ জন সদস্য থাকতে পারেন। পূর্ববর্তী কনভেনর খোকন তালুকদার থাকছেন বলেই জানা গেছে। এদিকে এলাকার আরেক তৃণমূল নেতা দিলীপ ঘোষও নিজেকে সংবাদমাধ্যমের কাছে কনভেনর বলে দাবি করেছেন। যদিও জেলা সূত্রে জানা গেছে, এখনও কমিটির সদস্যদের নামের তালিকা চূড়ান্ত হয়নি।
এদিকে এলাকায় চাউর হয়েছে যে আসন্ন কমিটিতে নির্বাচনের পর বিজেপিতে চলে গিয়ে ফের তৃণমূলে ফেরত আসাদের বেশি প্রাধান্য দেওয়া হবে। স্বভাবতই ক্ষুব্ধ তৃণমূলের পুরনো নেতা-কর্মীরা। তাঁরা বিশেষত কয়েকটি নাম নিয়ে আড়ালে -আবডালে কানাঘুষো করছেন। তাঁদের আশঙ্কা প্রকাশের সূত্রেই জানা গেছে, বিজেপি ফেরত পুরপ্রধান সুদামা রায়, উপপুরপ্রধান মাখন সিনহা, মিন্টু সামন্ত, রাজা সরকার, খোকন বণিক, রঞ্জিত চৌধুরী, কালী রায়, বপন সিং প্রমুখদের নাম নিয়ে জেলা নেতাদের কাছে দরবার করছেন পুরোনোরাই। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলের আরেক সূত্রের দাবি, খোকন তালুকদার, অলোকময় লাহিড়ী, সোনালী সিংহ রায়, আলোরানী সরকার, সুজিত দাস, উৎপল দাশগুপ্ত, দিলীপ ঘোষ, চন্দন ভৌমিক, অশোক চক্রবর্তীদের মত পুরনো নেতৃত্বকে রেখেই কমিটি হতে চলেছে।

No comments