কংগ্রেস ও বামেদের পথে নেমে লড়াই করতে হবে : অধীর চৌধুরী
সাতদিনের সমাচার : দেশের জন্য বহুবার বহু আন্দোলন করেছে কংগ্রসে ও বামপন্থীরা৷ আর একজন কিছু না করেই প্রধানমন্ত্রী হয়ে গেলেন৷ শনিবার ব্যারাকপুর সুকান্ত সদনে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ১০তম বর্ষের স্মরনে সুভাষ আলোচনা সভায় উপস্থিত হয়ে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকার কে বিধঁলেন লোকসভার বিরোধীদল নেতা অধীর চৌধুরী৷ তিনি বলেন,বামপন্থীরা গরিব মানুষ ও শ্রমিকদের জন্য দীর্ঘদিন লড়াই করেছে৷ কৃষকদের জন্য কথা বলে তারা ৷ তেভাগা আন্দোলন থেকে শুরু করে কৃষকদের জন্য ভূমি সংস্কার করেছে৷কিন্তু রাজ্য ক্ষমতায় আসার পর একশ্রেনীর বামেরা ফুলেফেঁপে ওঠে ৷ এক শ্রেণীর সুবিধাভোগীরা তৃণমূলে চলে গেছে,আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে৷' প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়কে উদ্দেশ্য করে অধীরবাবু আরও বলেন,'জাল দেওয়া দুধের খির হচ্ছেন আপনারা৷ একদিকে মোদী কংগ্রেস মুক্ত ভারত করতে চাইছেন আর দিদি বিরোধী মুক্ত রাজ্য করতে চাইছেন,আসলে আমাদেরও অনেক ভুল ত্রুটি হয়েছে৷ সব বাদ দিয়ে একসাথে পথে নেমে লড়াই করতে হবে৷ ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র বাঁচাতে বাম ও কংগ্রেসকে একসঙ্গে পথে নামতে হবে৷' তিনি আরও বলেন,'তৃণমূল দুরবস্থা মধ্য চলছে,তাই আঠারোটি আসন বিজেপি পেয়েছে৷ রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ রক্তাত্ত হচ্ছেন৷ তৃণমূল ও বিজেপি এ রাজ্যে ধর্মীয় মেরুকরনের রাজনীতি করছে এই বিপদ থেকে অবিলম্বে দেশ ও রাজ্যকে মুক্ত করতেই হবে৷ তার জন্য বাম ও কংগ্রেসকে একসাথে পথে নামতে হবে৷'
সিপিআই এমের পলিটব্যুরো সদস্য মহম্দ সেলিম বলেন,' বর্বরতা আক্রমণে সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে৷ সভ্যতার মূল্যবোধ আক্রান্ত ৷ ভারতের সহিষ্ণুতা এবং মিলনের সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছে বহু বছর ধরে৷ সেই সভ্যতা সংস্কৃতিকে ভেঙে দিতে চাইছে বিজেপি ও তৃনমূল৷ কেন্দ্রে মোদী সরকার এবং রাজ্যর তৃণমূল সরকার ধর্মনিরেপেক্ষতা এবং গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছে৷ মানুষের জীবন-জীবিকার লড়াই থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি৷ এর বিরুদ্ধে মানুষকে ঐক্য গড়ে প্রতিরোধ করতে হবে পথে নেমে l' এদিন আর এক বক্তা অভিনেতা বাদশা মৈত্র বলেন,'শুধু মিটিং,মিছিল করলে হবে না,পথে নেমে হাতে হাত ধরে প্রতিরোধ করতে হবে৷'
'অসহিষ্ণুতা বরবর্তা আর কতদিন' নামাঙ্কিত এদিনের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য,অরুনাভ ঘোষ,এসএফআই -এর সর্বভারতীয় সাধরণ সম্পাদক ময়ূখ বিশ্বাস,সিপিএমের উত্তর ২৪পরগনা জেলার সম্পাদক পলাশ দাস,তড়িত তোপদার,রমলা চক্রবর্তী,তন্ময় ভট্টাচার্য,শ্রমিক নেতা সুভাষ মুখার্জী, নেত্রী গার্গী চ্যাটার্জী, কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি তাপস মজুমদার প্রমুখ৷
No comments