নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে মৃত এক মহিলা
সাতদিনের সমাচার: কেনাকাটা করে বাড়ি ফেরার পথে অটো উল্টে মৃত্যু হল এক মহিলার৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কাঁচরাপাড়া বনগাঁ রোড ইন্ডিয়ান গার্লস হাইস্কুলর সামনে৷মৃত মহিলার নাম রত্না ভৌমিক (৪৮)৷ তার বাড়ি নদিয়া জেলার হরিনঘাটা পুরসভার ১৭নম্বর ওয়ার্ডে হাতিকান্দা এলাকায়৷রত্নাদেবী হরিনঘাটা ফার্মের স্টেট অফিসে কাজ করতেন৷ জানা গেছে ,এদিন বিকেলে তিনি কাঁচরাপাড়া থেকে কেনাকাটা সেরে জাগুলি রুটের অটোতে চেপে বাড়ি ফিরছিলেন৷জানা গিয়েছে, ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়৷ স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে গেলে সেখানে চিকিতসকরা রত্নাদেবীকে মৃত বলে ঘোষনা করেন এবং জখম আর এক যাত্রীকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার পর ঘাতক আটো চালক ফেরার৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ৷খবর যায় রত্নাদেবীর বাড়িতে ৷রত্নাদেবীর প্রতিবেশী বাদল কর্মকার বলেন,পরিবার প্রধান ছিল রত্না, বাবা যোগেশ ভৌমিক মারা যাওয়া পর সংসারে হাল ধরেন রত্না৷ চার বোন,দুই ভাইয়ের মধ্য রত্না ছিল মেজো৷ নিজে অবিবাহিত থেকে বোনেদের বিয়ে দিয়েছেন মিশুকে স্বভাবের রত্না ৷তার মৃত্যুতে শোকে ছায়া নেমে আসে এলাকায়৷ এদিকে ফেরার অটো চালকের গ্রেপ্তারের দাবি জানান পড়শীরা৷ ঘটনার তদন্তে শুরু করেছে বীজপুর থানার পুলিশ৷
No comments