যুবকের রহস্যজনক মৃত্যু উত্তেজনা এলাকায়
সাতদিনের সমাচার : এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরী হয় হালিশহর পুরসভার ১৪নম্বর ওয়ার্ড পুর্ব কবিরাজপাড়া বটতলা এলাকায়৷ মৃত যুবকের নাম চয়ন বনিক ওরফে পিকলু (২২)৷ মৃত যুবক নৈহাটিতে একটি নামি কোম্পানির মোবাইল শোরুমে কাজ করত৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ জানা গেছে , রবিবার সকালে মৃতের দাদা বুবুন বনিক ভাইকে ঘুম থেকে ডাকতে এসে দেখে পিকলু ফ্যানের সাথে ঝুলছে৷ সামনের দিকে তার দুহাত বাঁধা৷ তার চিৎকার শুনে ছুটে যান পড়শিরা৷ পরে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ মৃত যুবকের দাদা বুবুন বনিক জানান, তাদের মা গোপা বনিক কল্যাণী জেএনএম হাসপাতালে আয়ার কাজ করেন ৷ গতকাল তাদের মা রাতে কাজে গিয়েছিল৷ সকালে তিনি বড়ো ছেলেকে ফোন করে জানান পিকলু ফোন ধরছে না, তখন ভাইকে ডাকতে এসে ফ্যানের সাথে ঝুলতে দেখে পড়শিদের ডাকেন ৷ তিনি বলেন,আমার ভাইকে খুন করে ফাঁসি লাগিয়ে দিয়েছে৷ ভাইয়ের খুনের ঘটনায় জড়িতদেরও ফাঁসির দাবি তোলেন তিনি ৷ স্থানীয়দের দাবি, মৃত যুবক মিশুকে প্রকৃতির ছিল৷ কয়েকদিন আগে কর্মস্থলে তার পদোন্নতি হয়েছিল ৷ এদিকে এই ঘটনায় মৃতের প্রেমিকা সহ কয়েকজনক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
No comments