ব্যাটেল অফ ব্রেন' চতুর্থ বৎসরে
মহুয়া বিশ্বাস : 'ব্যাটেল অফ ব্রেন -সিজন ফোর' সাফল্যের সঙ্গে শেষ করল পূর্ব রেলের শিয়ালদা জেলার হালিশহর নিউ গ্রুপ l ১১ অগাস্ট সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল 'গোয়িং আপ সেরেমনি' যেখানে গ্রুপের ৫ জন 'গোল্ডেন অ্যারো কাব' নিয়ম মেনে স্কাউট সেকশনে নিজেদের পাকা জায়গা করে নেয় এদিন, হালিশহর রেলওয়ে বিবেকানন্দ ইন্সটিটিউটের স্থায়ী হল ঘরে পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হয় গ্রুপের সদস্যদের নিজস্ব কুইজ কম্পিটিশন, এরপর বিকেল ৪ টা নাগাদ বহু প্রতীক্ষিত 'ইন্টারগ্রুপ কুইজ কম্পিটিশন' 'ব্যাটেল অফ ব্রেন' শুরু হয় শিয়ালদা এবং পার্শ্ববর্তী জেলা কাঁচরাপাড়ার বিভিন্ন গ্রুপগুলো থেকে আগত স্কাউট-গাইড সদস্যদের নিয়ে, ঘন্টা দেড়েকে'র কুইজ পুরোপুরি জমে ওঠে l বারসাত, বারাকপুর, নৈহাটী ছাড়াও ডাঙ্গাপাড়া, সাউথগ্রুপ এবং অফিসার্স কলোনি গ্রুপ নিয়ে আয়োজিত গোটা কুইজ প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে পরিচালনা করেন স্কাউট মাস্টার কৌশিক সমাদ্দার এবং দীপ্তজিৎ মজুমদার l স্কাউটিং, জেনারেল নলেজ, সিনেমা, খেলাধূলা সব মিলিয়ে পরিপূর্ণ এই কুইজ শেষে সবথেকে বেশি স্কোর করে স্বর্গীয় মনীন্দ্রমোহন স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় কাঁচরাপাড়ার ডাঙ্গাপাড়া গ্রুপ আবার রানার আপ হয়ে স্বর্গীয় মায়া দাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি ছিনিয়ে নেয় শিয়ালদা জেলার বারাকপুর গ্রুপ l অনুষ্ঠান শেষে গ্রুপ প্রেসিডেন্ট অশোক রক্ষিত ছাড়াও গ্রুপ এবং জেলার বিভিন্ন পদাধিকারী কর্মকর্তারা পুরস্কার তুলে দেন স্কাউট-গাইড সদস্যদের হাতে l প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষ অথিতি হিসেবে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বৈদ্যনাথ দাস যেভাবে নিজস্ব গ্যাজেট দিয়ে অনুষ্ঠানের মান বাড়িয়ে তুলেছিলেন তা যেমন এককথায় অনবদ্য, তেমনি শুরুতে একটি ছোট দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়েও স্কাউট মাস্টার কৌশিক সমাদ্দার যে ভাবে সারাক্ষন অনুষ্ঠান চালিয়ে গেছেন তা নিয়েও গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাস তাকে বিশেষ অভিবাদন জানিয়েছেন l
No comments