ট্রান্সফর্মাতে আগুন : চাঞ্চল্য হালিশহরে
সাতদিনের সমাচার : বৈদ্যুতিক ট্রান্সফর্মায় আগুন ধরে বড়ো রকম দুর্ঘটনা ঘটতে চলেছিল কল্যাণী হাইওয়ে সংলগ্ন
হালিশহর পাঁচমাথা মোড়ে l যদিও বৃষ্টির কারণে আগুন নিভে গেলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে ইলেকট্রিক সাপ্লাই অফিসের কর্তব্যে গাফিলতি নিয়ে l জানা গেছে, সোমবার দুপুর 3 টে নাগাদ বজ্রপাত হওয়ার ফলে হাইওয়ে পার্শ্বস্ত মেন সাপ্লাইযের বৈদ্যুতিক ট্রান্সফার্মাতে আগুন লাগে, স্থানীয় কয়েকজন সেই আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি জেঠিয়া সাপ্লাই অফিসে খবর দেয়, কিন্তু অভিযোগ,দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো সাপ্লাই কর্মী আগুন নেভাতে হাজির হননি, দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রান্সফর্মা, তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, কিন্তু সে সময় বৃষ্টি শুরু হলে আগুন আপনা আপনি নিভে যায়, বড়ো রকম দুর্ঘটনার হাত থেকে রেহাই মেলে l পরবর্তীতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান কানু সরকার নিজে দায়িত্ব নিয়ে তদারকি করলে সাপ্লাই অফিসের কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে আসে l স্থানীয় মানুষজনের প্রশ্ন , ঘটনা শোনার পরও কেন কোনও সাপ্লাই কর্মীকে পাঠাননি স্টেশন ইনচার্জ ? দুর্ঘটনা ঘটলে তিনি কী দায় নিতেন ? এ নিয়ে সাপ্লাই অফিসে যোগাযোগ করতে গেলে বহু চেষ্টাতেও অফিসের ল্যান্ডলাইন নম্বরে ফোন কানেক্ট করা যায় নি, ঘন্টা দেড়েক পর কোনো একজন ফোন ধরলেও ' ' স্যার নেই ' বলে লাইন কেটে দেন l
No comments