ব্রেকিং নিউজ

কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানির পোষ্টার

সাতদিনের সমাচার :  বারাকপুর,কাঁচরাপাড়া,নৈহাটির পর এবার হালিশহর৷ কাটমানি'র  পোষ্টার কে ঘিরে সরগরম রাজনৈতিক পরিসর৷ রবিবার সকালে হালিশহর পুরসভার দুই কাউন্সিলারের নামে কাটমানি সংক্রান্ত পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়৷ খবরে প্রকাশ, এদিন সকালে হালিশহর ক্রেগপার্কের গেটে ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব লৌহ'র নামে কাটমানি নিয়ে ব্যানার দেখতে পায় স্থানীরা, তাতে লেখা আছে হালিশহর পুরসভায় স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকার বিনিময়ে প্যনেলটিকে সমর্থন করেছেন কাউন্সিলর প্রণব লৌহ ৷ অপরদিকে হালিশহর সুকান্ত পল্লি ঘোষপাড়া রোডের ধারে পাওয়ার হাউসের পাঁচিলে ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা'বাবুর  নামেও একটি ব্যানার দেখা যায়৷ যাতে তাঁর বিরুদ্ধে  ১৮লাখ টাকার বিনিময়ে প্যানালটি সমর্থন করার অভিযোগ উঠেছে৷ এবিষয় প্রনববাবু বলেন,কাটমানির পোষ্টার পড়াটা কার্তিক পড়ার মত ঘটনা৷ রাজনৈতিক হতাশাগ্রস্ত কিছু মানুষ তারা এই সব কর্মকাণ্ডের সাথে যুক্ত বলে মনে করেন প্রনববাবু৷ তিনি আরও বলেন,যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল এবং বিজেপিতে গিয়ে তল খুঁজে পাচ্ছে না৷ তারাই এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত৷ তিনি বলেন,পুরসভায় নিয়োগ হলে কাউন্সিলারদের কাটমানি দিতে যাবে কেন?সরকারী নিয়োগের সাথে কাউন্সিলারদের কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন  প্রনববাবু৷ আবার সিআইসি তথা কাউন্সিলার মৃত্যুঞ্জয় দাস বলেন,রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, এই নিয়োগের বিষয়টি আমার জানা নেই৷'  রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলে মনে করেন তিনি৷ তিনি আরও বলেন,লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকে সন্ত্রাস এবং কাটমানি বাংলা জুড়ে চলছে৷ দলের জেলা এবং রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি৷' তবে এ প্রশ্ন সব মহলেই উঠছে যে, পুরসভার স্থায়ী কর্মী নিয়োগকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ এ ক্ষেত্রে নিয়োগ নিয়ে স্বজন-পোষণ এরও  অভিযোগ উঠেছে পুরপ্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে৷ আরও খবর ,এক মহিলা কাউন্সিলারের মেয়ের  চাকুরি, যুবনেতার এক ভাইয়ের চাকুরি এমনকি এক নেতার ছেলে আবার পুরপ্রধানের ভাগনি জামাই এরও চাকুরি পাইয়ে দেয়া হয়েছে ৷

No comments