ব্রেকিং নিউজ

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রক্তদান বিজেপির

সাতদিনের সমাচার : সকাল থেকে আকাশের মুখ ভার দফায়-দফায় হয় বৃষ্টি৷ কিন্তু সব বাধাকে উপেক্ষা করেও নির্বিঘ্নে  সম্পন্ন হল রক্তদান উৎসব ৷ বুধবার কাঁচরাপাড়া জোড়ামন্দির আমবাগানে বারাকপুর সাংগঠনিক জেলার তপশিলি  মোর্চা ও স্থানীয় মন্ডলের যৌথ উদ্যোগে ৪তুর্থ বর্ষের 
রক্তদান উৎসব আয়োজিত হয়৷  উপস্থিত ছিলেন, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনি পাত্র, বিজেপির জাতীয় কাউন্সিলের সদ্যস অরুন হালদার,রাজ্য কমিটির সদস্য  অহিন্দ্র নাথ বসু, সন্দীপ ব্যানার্জী প্রমুখ৷ এছাড়াও হাজির ছিলেন, কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ শিবিরে ১০০জন দাতা রক্তদান করেন৷ এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কাঁচরাপাড়া মন্ডলের তপশিলি মোর্চা সভাপতি অমিত (হিরা) মন্ডল বলেন, 'যেভাবে রাজ্যর ব্লাড ব্যাঙ্কগুলিতে হাহাকার চলছে, মানুষের পাশে দাঁড়াতে এটা আমাদের ক্ষুদ্র  প্রয়াস৷' মন্ডল সভাপতি সমর দাস বলেন,'১২নম্বর ওয়ার্ডে আমরা প্রতিবছর রক্তদান শিবির এবং  স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতমাতার পুজোও  করে থাকি, এই এলাকার মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং রক্তদান করছেন৷' আরও জানা গেছে ,আগামীকাল স্বাধীনতাদিবস উপলক্ষে বিকেল ৪টে সার্কাস ময়দান থেকে বাগমোড় পর্যন্ত 'তেরঙ্গা যাত্রা' মহামিছিলের আয়োজন করা হয়েছে৷ মিছিলে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতৃত্ব ৷

No comments