ব্রেকিং নিউজ

স্বরলিপি ক্লাবের রক্তদান

সমাচার সাতদিন : কাঁচরাপাড়া নেতাজী সুভাষ পথ স্বরলিপি ক্লাবের উদ্যোগ বুধবার আয়োজিত হল প্রথম বর্ষের রক্তদান শিবির ৷ এই উপলক্ষে সেখানে হাজির ছিলেন, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনি পাত্র, জেলার সাধরণ সম্পাদক ডাঃ বিনোদ শর্মা,কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস প্রমুখ ৷ শিবিরে ৩০জন দাতা রক্তদান করেন ৷প্রা কৃতিক দুর্যোগের কারণে অনেকে উপস্থিত হতে পারেননি বলেও  জানালেন ক্লাব সংগঠকরা৷তা দের দাবি বৃষ্টি না হলে সংখ্যা বাড়তে পারত৷ তবে আগামীকাল সন্ধ্যাকালীন সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়,বিজেপি কেন্দ্রীয় নেতা মুকুল রায় সহ অন্যান্য নেতা-নেতৃত্ব৷

No comments