ব্রেকিং নিউজ

তৃনমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমা,অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সাতদিনের সমাচার: তৃণমূল  কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজিকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে হালিশহর দক্ষিণ প্রসাদ নগর এলাকায় উত্তেজনা তৈরী হয় ৷ অভিযোগ, হালিশহর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের  মহিলা তৃণমূল কাউন্সিলার কল্পনা বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি করেছে  বিজেপির ৷ জানা গেছে ,এদিন গভীর রাতে বোমার শব্দে কেঁপে উঠে ওই  এলাকা৷ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে আসেন স্থানীয়রা ৷ কে বা কারা দুটি বোমা ছোঁড়ে৷একটি বোমা ফাটলেও আর একটি ফাটেনি৷ ঘটনায় কেউ আহত হয়নি ৷খবর পেয়ে ঘটনাস্থলে এসে নৈহাটি থানার পুলিশ বাড়ির কাছে পড়ে থাকা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় l কাউন্সিলারের স্বামী শ্যামল বিশ্বাসের অভিযোগ,গভীর রাতে বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা আমার বাড়ির মূল দরজার সামনে দুটি বোমা ছোঁড়ে, বোমার বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে আসি ৷ আসলে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে বিভিন্নভাবে আমাকে হেনস্থা  করার চেষ্টা চালাচ্ছে৷ হালিশহর পুরবোর্ড তৃণমূলের দখলে থাকায় ওরা চেষ্টা করছে বিজেপিতে টানার৷ কিন্তু আমরা কোনও প্রলোভনে বিজেপিতে যাবো না৷' তার বিরুদ্ধে কাটমানি পোষ্টার প্রসঙ্গে শ্যামলবাবু বলেন,'এটা বিজেপির চক্রান্ত, ১৬নম্বর ওয়ার্ডে কাউকে কিছু পাইয়ে দেবার নাম করে দশ পয়সা নিয়েছি,তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷'এদিকে বিজেপির বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন বিজেপি নেতা দেবাশিষ(রাজা)দত্ত৷ তিনি বলেন,ওই এলাকায় বিজেপি কর্মী নেই, যারা অভিযোগ করছেন,তারা নিজেদেরকে হাইলাইট করতে চাইছেন ৷ তিনি আরও বলেন,ওদের দলে গোষ্ঠীকোন্দল চলছে, আসলে তিনি নিজের দলের কাছে জাহির করতে চাইছেন যে তিনি একজন বড় তৃণমূল কাউন্সিলার ৷ ওনার নির্দেশে ওনার পেটোয়ারাই এ সব করেছে ওনাকে হাইলাইট করতে৷' এই ঘটনার সাথে বিজেপির কেউ যুক্ত নয় বলে সাফ জানিয়ে দিলেন দেবাশিস দত্ত৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ৷

No comments