ব্রেকিং নিউজ

মুক্ত রাজা : বীজপুর জুড়ে হতাশ তৃণমূলীরা

সাতদিনের সমাচার : 'ঢাকডোল বাজিয়ে, ধূপ-ধুনো দিয়ে লাঠি চালিয়ে হালিশহর পুরসভার উপপ্রধান তথা বিজেপি নেতা  দেবাশিস দত্তকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতে পেশ করে বীজপুর পুলিশ, বীজপুর জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ছিল খুশির জোয়ার, কিন্তু মহামান্য আদালত দেবাশিসবাবুকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে রেহাই দেন, আর তাতেই ব্যাজার হয়েছেন তৃণমূল কর্মীদের একটা বড়ো অংশ, বিশেষ করে হালিশহরে যারা দেবাশিস দত্তর গ্রেপ্তারি নিয়ে লাফালাফি করেছিল, তাদের মুখে একমুঠো ছাই পড়েছে' --- অত্যুৎসাহী তৃণমূলীদের উদ্দেশ্যে এমনটাই বললেন একদা মুকুল ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা l নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা আরও জানান,'আসলে এ রাজ্যে ক্ষমতায় যেহেতু তৃণমূল সরকার, তাই পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয়ে বাধ্য হয়ে সব তৃণমূল করছে, নইলে কবেই সব পালাতো l' প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় নৈহাটি রামকৃষ্ণ সিনেমা হলের কাছে এক মদের ঠেক নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, গোলমালে দুপক্ষেই আহত হয় বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী । ঘটনাস্থলে আসে বিশাল  পুলিশবাহিনী। অভিযোগ, এর জেরে নৈহাটি পুরসভার  বিজেপি কাউন্সিলর গণেশ দাসকে নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করে। বিজেপি কাউন্সিলের গ্রেফতারের খবর শোনা মাত্রই শুক্রবার রাত ১১ টা নাগাদ নৈহাটি থানায় গিয়ে সদলবলে উপস্থিত হন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। এদিন অর্জুন সিং দুই দলের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে নিলেও, বিজেপি কাউন্সিলর গ্রেফতারে শাসক দলের বিরুদ্ধে বিজেপিকে জব্দ করার কথাও তিনি  বলেন।  শুধুতাই নয়, তিনি এও বলেন,  প্রতিহিংসার রাজনীতি চলছে, গণেশ দাসকে না আজ না ছাড়লে, কাল নৈহাটি তৈরী থাকবে ব্যাপক আন্দোলনের জন্য। এদিকে শনিবার সকাল থেকে দফায় দফায় অবরোধ শুরু হয় নৈহাটির বিভিন্ন প্রান্তে, এর আঁচ পড়ে গোটা বীজপুর জুড়ে, হালিশহর কোনা অঞ্চলে  অবরোধ চলাকালীন হালিশহর পুরসভার উপপুরপ্রধান তথা বিজেপি নেতা দেবাশিস  দত্তকে বেধড়ক লাঠিপেটা করে বীজপুর পুলিস, আহত অবস্থায় তাকে  তুলে নিয়ে যাওয়া হয় বীজপুর থানায় পরে তাকে বারাকপুরে আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেন, তবে কাউন্সিলর গণেশ দাসকে  ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন, বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, তবে পুলিশকে জানিয়ে দিতে চাই, এ ভাবে বিজেপিকে আটকানো যাবে না l

No comments