ব্রেকিং নিউজ

রাখির বাজারেও থমথমে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা

সাতদিনের সমাচার : সম্প্রীতির রাখিবন্ধন আর ঘন্টা কয়েকের  অপেক্ষামাত্র । যেহেতু স্বাধীনতা দিবসের পুন্য লগ্নেই পড়েছে  রাখিবন্ধন, ফলে এবারের উৎসবটা একটু ভিন্ন মাত্রার । তাই এবছরের রাখিতেও রয়েছে তেরঙ্গার ছোঁয়া। কিন্তু রাজ্যের অন্যান্য অংশের তুলনায় কাঁকিনাড়ার মতো রাখির বাজার এবার ভয়ানক হারে মন্দা, কারণ ভোট পরবর্তী হিংসার তালিকায় একদম প্রথমেই ছিল ভাটপাড়ার নাম। রাজনৈতিক হানাহানির জেরে স্থানীয় জনজীবন ছিল বিপর্যস্ত, দীর্ঘদিন ধরে কাঁকিনাড়ার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চলেছিল ব্যাপক বোমাবাজি। আর তার জেরেই কার্যত বন্ধের চেহারা নিয়েছিল কাঁকিনাড়ার মূল বাজার। আতঙ্কের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি ভাটপাড়ার বাসিন্দারা l তবে রাখির আগের দিন এ চিত্র কিছুটা হলেও বদলেছে। যদিও বিগত বছরগুলির তুলনায় এবছর ক্রেতার সংখ্যা সীমিত । ফলে চাহিদাও কম, সব মিলিয়ে এখনও থমথমে কাঁকিনাড়া বাজার । জানা গেল, বহিরাগত ক্রেতারা  কাঁকিনাড়াতে আসতে ভয় পাচ্ছেন। কেননা আতঙ্কটা এখনও  কাটেনি, রক্তের দাগ আজও  টাটকা, প্রশাসন ভরসা দিলেও সম্প্রীতির রাখি উৎসব এবং স্বধীনতা দিবস কতটা নির্বিঘ্নে কাটবে তা হলফ করে বলা যাচ্ছে না  ।

No comments