পিতার বাৎসরিক : গঙ্গায় নেমে তলিয়ে গেলেন যুবক
সন্দীপ নন্দী, নৈহাটি :
পিতার বাৎসরিক শ্রাদ্ধের কাজে এসে গঙ্গায় তলিয়ে গেলেন ৪২বছরের তরতাজা যুবক দিবাকর সাহা। ঘটনায় প্রকাশ, গরিফা রামঘাটের স্নানের ঘাটটি দীর্ঘদিন ধরেই অবহেলিত।বর্তমানে স্নানেরও অযোগ্য। আজ সকাল নটা নাগাদ পিতৃ বাৎসরিকের কাজে সপরিবারে রামঘটে গিয়েছিলেন দিবাকর সাহা, পুরোহিতের নির্দেশ মতো গঙ্গায় ডুবও দিয়েছিলেন । কিন্তু চোরা স্রোত আর সাঁতার না জানা এবং জলের গভীরতা বুঝতে না পারায় ডুব দেয়াই কাল হল । ঘটনায় গরিফা অশোকনগর এলাকায় শোকের ছায়া নেমেছে। বাড়ির একমাত্র উপার্জনশীল পুরুষের এ হেন মৃত্যুতে গোটা পরিবার দিশেহারা। দিবাকর সাহা'র স্ত্রী ও একমাত্র শিক্ষার্থী পুত্র এখন শোকস্তব্ধ ।
No comments