ব্রেকিং নিউজ

ডেঙ্গু নিয়ে শহরে উৎকণ্ঠা, ক্ষোভ পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাতদিনের সমাচার : ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে ব্যানার-ফেস্টুন, হ্যান্ডবিল বা মাইকের মাধ্যমে শহর জুড়ে প্রচার করেই কি কর্তব্য শেষ বলতে চায়  কাঁচরাপাড়া পুরসভা? প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী শহরবাসী। 
কাঁচরাপাড়া সিপিএমের পক্ষে সম্প্রতি পুরপ্রধানকে দেওয়া 'ডেপুটেশনেও' বিষয়টি উল্লেখ করা আছে । তবে সিপিএমের লোকাল কমিটির অন্যতম সম্পাদক দেবাশিস রক্ষিত পুর কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন । তাঁর অভিযোগ, 'শহরের যত্রতত্র ময়লা ও জল জমে থাকলেও নিয়মিত পরিষ্কার হয়না। বিশেষত ৫, ৭, ৮ ,৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের প্রান্ত দিয়ে বয়ে যাওয়া বাগের খাল নিয়মিত সংস্কার হয় না। স্বভাবতই যে কোন সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে পারে। শোনা যাচ্ছে, এসব এলাকার অনেকে সম্প্রতি জ্বরে আক্রান্ত। আমরা শংকিত।' প্রসঙ্গত, গত বছর এই সময়েই ৭ নম্বর ওয়ার্ডে একাধিক মানুষের  মৃত্যু ঘটেছে। তবুও স্রেফ ডেঙ্গুর ব্যাপারে প্রচার করে মানুষকে সচেতন করেই হাত-পা গুটিয়ে বসে আছে পুর প্রশাসন। এমতাবস্থায় ডেঙ্গু শুরু হলে মৃত্যুই কি তবে ভবিতব্য! 
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশা মারার কীটনাশক তেলও এখন পুরসভার সংগ্রহে নেই। আগামী সপ্তাহে নাকি টেন্ডার হবে। তবে হাওয়ায় খবর, গাপ্পি মাছ ছাড়া হচ্ছে ।

No comments