ব্রেকিং নিউজ

বিজেপির 'চিন্তন' বৈঠকের পর ক্ষুব্ধ আদিরা : মুকুলপন্থীরা খুশি

সাতদিনের সমাচার : 'সেইতো জয় হল মুকুলদারই' - বিজেপির 'চিন্তন' বৈঠকের পর এমনই বক্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক বীজপুরের এক মুকুল-ঘনিষ্ট নেতার। গতকাল দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, 'চিন্তন' বৈঠকের পর, এখন দিলীপ ঘোষই তো বলছেন, কোন ছুঁতমার্গ না রেখেই দলে সদস্য সংখ্যা বাড়াতে হবে আগামী বিধানসভা নির্বাচনে জিততে হলে। এতদিনে মনে হয় উনি বুঝতে পেরেছেন যে মুকুলদার পথে না হাঁটলে বাংলায় লোকসভার মত সাফল্য বিজেপি পাবে না। অন্যদল, বিশেষত এই ডামাডোলই তৃণমূলের নেতা-নেত্রীদের দলে টানার সময়।' মুকুল-ঘনিষ্ঠর এই নেতার অভিমত, বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ এবং আঞ্চলিক নেতৃত্ব এতদিন এ ব্যাপারে বাধা দিতে চাইলেও, মাঝে এরাই 'মুকুল রায় দলে বেনোজল ঢোকাচ্ছে' বলে বাধা দেওয়াতে দলবদল থমকে যাওয়ায়, দলের সদস্য সংগ্রহ আশানুরূপ হচ্ছেনা। এতদিন বিজেপির রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছেন বলেই মুকুলদার 'মারো অরি পারো যে কৌশলে' নীতিতে সিলমোহর দিতে বাধ্য হয়েছে।
তবে কী মুকুল রায় কি পারবেন তাঁর প্রতিশ্রুতি মত তৃণমূলের ১০০ জনের ওপর বিধায়ককে দিল্লী নিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেওয়াতে?
বীজপুরের এই মুকুল-ঘনিষ্ঠর সাবধানী উত্তর, একতো দলবদল দিল্লীতে হবে কিনা নিশ্চিত নই, কলকাতায়ও হতে পারে। দ্বিতীয়ত, তৃণমূল সহ অন্য দলেরও এত জনপ্রতিনিধি মুকুলদার সাথে যোগযোগ করছে যে মুকুলদাও বিজেপির অন্দরে ওঠা 'বেনোজল' প্রসঙ্গের কথা মাথায় রাখছে বলেই জানি।'
মুকুল রায়ের হাত-পা ধরে বিজেপিতে যোগ দিয়ে পরে ফের তৃণমূলে ফিরে যাওয়াদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেজন্যই তো মুকুলদা এখন অনেক সাবধানী!
সাত দফায় তৃণমূল ভাঙা বা শতাধিক তৃণমূল বিধায়ককে দলবদল করানোর ব্যাপারে যে মুকুল রায় আপাতত পিছু হটেছেন, সেকথা অবশ্য আকারে-ইঙ্গিতে স্বীকার করে নিয়েছেন এই মুকুল-ঘনিষ্ঠ নেতা। এখন তবে সময়ের অপেক্ষা l

No comments