ব্রেকিং নিউজ

সাডম্বরে পালিত মহাগায়কের জন্মদিন

সাতদিনের সমাচার : রবিবার ৪ঠা আগস্ট কাঁচরাপাড়া লক্ষীসিনেমা মোড়ের কাছে কিশোর কুমার ফ্যান ক্লাবে'র উদ্যোগে  কিংবদন্তী গায়ক কিশোরকুমারের ৮৯তম জন্মদিন সাড়ম্বরে পালিত হল৷ গায়কের জন্মদিন উপলক্ষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন ঘটক রোডের বাসিন্দা সেতারবাজক রবি চক্রবর্তী৷ কেকও কাটা হয় ঘটা করে ৷ সন্ধ্যাকালীন  অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জি বাংলাখ্যাত  গায়ক কুমার ভাষ্কর এবং মিস সোমা৷ উল্লেখ করা যেতে পারে মধ্যপ্রদেশের খাণ্ডোয়ার  বাসিন্দা সম্ভ্রান্ত এক বাঙ্গালি ব্রাহ্মণ পরিবারে ৪ঠা আগস্ট ১৯২৯ সালে জন্ম নেন আভাসকুমার গাঙ্গুলি ওরফে  কিশোর কুমার ৷ বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন বিখ্যাত আইনজীবী৷দাদা অশোককুমার বোম্বে চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত অভিনেতা ৷দাদা অশোককুমার ভাইকে গায়ক নয়, অভিনেতা হিসেবেই দেখতে  চেয়েছিলেন৷ কিন্তু অসামান্য প্রতিভাসম্পন্ন মানুষটি একধারে গায়ক, নায়ক, পরিচালক সব ভূমিকাতেই সাবলীল হিসেবে নিজের  ছাপ রেখে গেছেন ৷ ৮৯তম জন্মদিনে শুধু বলিউড নয়, সারা পৃথিবীর তামাম ভক্তদের  মাঝে অমর হয়ে আছেন আজও ৷

No comments