ব্রেকিং নিউজ

ভেজাল তেল কারখানর হদিস,গ্রেপ্তার দুই

সাতদিনের সমাচার : মাথায় মাখার নকল ও  ভেজাল নারকেল তেল তৈরি কারখানার হদিস পেল পুলিশ৷ গ্রেপ্তার হয়েছে দুই পাণ্ডা ৷ গোপন সুত্রে খবর পেয়ে শনিবার দুপুরে কাঁকিনাড়া মাদ্রাল পোষ্ট অফিস এলাকায় রাজু নায়কের বাড়িতে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ৷সেখানে তল্লাশি চালিয়ে ভেজাল তেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ৷দুজন আটক করে জিজ্ঞাসাবাদ করে আরও দুটি জায়গার হদিস পায় পুলিশ৷ সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নকল এবং ভেজাল  তেল তৈরির  সরঞ্জাম উদ্ধার করে পুলিশ৷ জানা গিয়েছে,একটি নামি কম্পানির নাম করে মাথায় মাখা নকল নারকেল তেল তৈয়রি করার কারবার চলছিল অনেকদিন ধরে৷এদিন পুলিশ উদ্ধার হওয়া সরঞ্জাম গুলি বাজেয়াপ্ত করে এবং নকল  কারবারে সাথে যুক্ত থাকায় দুজনকে গ্রেপ্তার করে৷

No comments