আবারও স্বঘোষিত 'দেশপ্রেমের তকমা' সেঁটে ময়দানে বিজেপি, সদস্য বাড়বে আশা বীজপুর নেতৃত্বের
সাতদিনের সমাচার : জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে উল্লসিত পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীরা। ভূ-স্বর্গে অতিরিক্ত সেনা নামানো থেকে একাধিক রাজ্যপাল নিয়োগ, অমরনাথ বা ভূ-স্বর্গের পর্যটকদের অবিলম্বে ঘরে ফেরার নির্দেশ, বিজেপি-বিরোধী দলের নেতৃত্বকে গৃহবন্দী করা থেকে রাজ্যসভায় বিরোধীদের তোয়াক্কা না করে স্বরাষ্ট্রমন্ত্রীর জ্বালাময়ী বক্তৃতা ও ভোটাভুটি। আর কতভাবে ইঙ্গিত দিতে পারত সরকার। কেন্দ্রীয় সরকারের কয়েকদিনের কয়েকটি সিদ্ধান্ত-এ পরিষ্কার, জম্মু-কাশ্মীর নিয়ে সুপরিকল্পিত ভাবেই এগিযেছিল বিজেপি। তবে হঠাৎ করে এখনই কেন? এ প্রশ্নের জবাব মিলতে হয়ত ঐতিহাসিকদের কিছু সময় লাগবে। যদিও রামচন্দ্র গুহ এর পরিণাম ভাল হবেনা বলেছেন।
এদিকে দেশপ্রেমের তকমা আর এককভাবে পরতে দিতে নারাজ বিরোধীরাও। অরবিন্দ কেজরিওয়ালা থেকে মায়াবতীও কালবিলম্ব না করে নরেন্দ্র মোদি-অমিত শাহদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
অতএব দেশপ্রেমের ঝটকার রেশ থাকতে থাকতে বিজেপি নেতৃত্ব সদস্য সংগ্রহে জনসমুদ্রে ডুব দিতে ব্যগ্র। দলের কাঁচরাপাড়া মণ্ডলের সভাপতি সমর দাস যেমন আশা করছেন, সরকারের ভূমিকায় তাঁদের সদস্য আশাতীত হতে পারে। আজও এলাকার বিভিন্ন প্রান্তে চলবে ঐ কর্মকান্ড। এরপর মিছিলে কেন্দ্রীয় সরকারের জয়ধ্বনি। এটাই এখন বিজেপির কর্মসূচি বলে জানা গেছে।
No comments