ব্রেকিং নিউজ

হ্যারিসন রোডের টিকিট বুকিং কাউন্টার বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

সাতদিনের সমাচার : স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি দৈনন্দিন চাহিদা সামগ্রী স্থানান্তরকরণ, রেলওয়ে স্টেশনগুলোতে অত্যধিক ভিড় এড়ানোর জন্যই ব্যবসায়িক জায়গার প্রাণকেন্দ্র মহাত্মা গান্ধী রোডে তৈরি হয়েছিল একটি টিকিট বুকিং কাউন্টার। যেখানে স্থানীয় ব্যবসায়ীরা ডি আর এম বিল্ডিংয়ে না গিয়েও ওজন করিয়ে মাল বুকিং করাতে পারতেন।
জানা গেছে, ১১৬ এম.জি রোডে অবস্থিত হ্যারিসন রোড সিটি বুকিং অফিসের রেলওয়ে টিকিট বুকিং কাউন্টার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, সোমবার এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করতে একাধিক সংগঠন ও স্থানীয় মানুষেরা
এটি মধ্য কলকাতার একমাত্র রেলওয়ে বুকিং কাউন্টারে জমায়েত হন । তাদের দাবি, 39, 41, 43, 44 ওয়ার্ড নম্বর এবং মধ্য কলকাতার লোকেরা ক্ষতিগ্রস্থ হবে এই কাউন্টার বন্ধ হয়ে গেলে বুকিংয়ের জন্য পড়তে হবে সমস্যায় । তারা আরও জানান, এই বুকিং কাউন্টারটি ৭০ বছরের পুরনো সুতরাং এর আলাদা গুরুত্ত্ব থাকা উচিত, এইভাবে এই অফিস বন্ধ করা যাবে না বলে প্রতিবাদীরা দাবি করেন,  আন্দোলনের উপস্থিত ছিলেন সমাজসেবী জায়েদ আনোয়ার, অশোক ঝা, মহম্মদ সাহীদ, শামীম আক্তার, গৌতম সরকার প্রমুখ, তারা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেন এদিন l

No comments