ব্রেকিং নিউজ

গৃহবধূকে হেনস্তা : অভিযুক্ত কাউন্সিলর

সাতদিনের সমাচার : গৃহবধূকে হেনস্তার অভিযোগ উঠল এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভাতে,  পুরপ্রধানের ঘরের ঠিক সামনেই ৷ জানা গেছে ,হালিশহর পুরসভার ৮নম্বর ওয়ার্ড নবনগর লিচু বাগানের বাসিন্দা কবিতা কর্মকার তার স্বামী সমিত কর্মকারের সাথে পুরসভায় গিয়েছিলেন ১৮নম্বর ওয়ার্ডে তার সরকারি প্রকল্পের বাড়ির তৈরি এবং ওই এলাকায় রাস্তা মেরামতির বিষয় জানতে৷ তারা পুরপ্রধান অংশুমান রায়ের ঘরের সামনে অপেক্ষা করছিলেন, পুরপ্রধানকে নিজের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে কবিতাদেবী পুরপ্রধানের কাছে বিষয়টি জানতে যান, সে সময় পুরপ্রধানের সঙ্গে থাকা ৮নম্বর ওয়ার্ডে কাউন্সিলার বন্যা তালুকদার এগিয়ে এসে কবিতাদেবীকে ধাক্কা মারেন বলে অভিযোগ৷ কবিতাদেবী বলেন,পুরপ্রধানের সামনে ওই মহিলা কাউন্সিলর আমাকে ধাক্কা মারেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন, এমনকি তিনি চড় মারতে গিয়েছিলেন বলে কবিতাদেবীর অভিযোগ৷ তিনি আরও বলেন,ঘটনাটি পুরপ্রধানের সামনে ঘটলেও তিনি কোনো  প্রতিবাদ করেন নি, কবিতাদেবীর স্বামী পেশায় দিনমজুর সুমিত কর্মকার বলেন,আমাদের বাড়ির তৈরির কাজ এবং রাস্তা মেরামতের বিষয় জানতে গিয়েছিলাম, আচমকা ওই মহিলা কাউন্সিলর আমার স্ত্রীকে পুরপ্রধান এবং পুরসভার কর্মীদের সামনেই ধাক্কা মারেন এবং গালিগালাজ করেন৷ আমরা ওই কাউন্সিলারের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছি৷ এদিকে কাউন্সিলার বন্যা তালুকদার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,ওই মহিলা চেয়ারম্যানের ঘরের সমানে চিল্লামিল্লি করছিল আমি তাকে বারণ করি৷ ওই মহিলা হাইলাইট হওয়ার জন্য এইসব করছেন৷' তবে জনপ্রতিনিধি হিসেবে অতীতেও ওই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন সময় মেজাজ হারানোর অভিযোগ উঠেছিল, নিজেকে সংশোধনের বদলে তিনি দিনে দিনে ক্ষমতার বলে বলীয়ান বলে মনে করতে শুরু করেছেন বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা l

No comments